পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মির্জাপুরে নারীসহ ৩ জন, খুলনা, খাগড়াছড়ি, খুলনা, ফেনী ও দিনাজপুরে একজন করে। আহত হয়েছেন ১০ জন।
মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গোড়ান গ্রামের আক্রাম হোসেনের ছেলে এস এম আরিফ হোসেন ভুলু (৬৫), সাটিয়াচড়া গ্রামের মাজম আলীর ছেলে মোন্তাজ মিয়া (৬৫) ও বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মইজ উদ্দিনের স্ত্রী ফুল খাতুন (৬৫)। এরা তিনজনই গত বুধবার রাতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে অল্প সময়ের ব্যবধানে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সকালে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাটিরাঙা উপজেলা থেকে এক মোটরসাইকেল আরোহী খাগড়াছড়ি আসছিলেন। এ সময় সাপমারা এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি পেছনে থাকা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে দু’জনই গুরুতর আহত হয়। তাদের তাৎক্ষণিক খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে প্রথম মোটরসাইকেল আরোহী মো. হানিফ (২৪) মারা যান। এ সময় নাজিম (১৮) নামে আরেক মোটরসাইকেল আরোহীর ডান পায়ের ওপরের অংশ থেতলে যায়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলার নোয়াকাঠি বাজারে ইট বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে লতিফা বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে দশটার দিকে নোয়াকাঠি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানা পুলিশ জানিয়েছে, ডুমুরিয়া বাসস্ট্যান্ডের পাশের বাসিন্দা আ. হালিম সরদারের ছেলে ও স্ত্রী লতিফা মটর সাইকেল যোগে নোয়াকাঠি যান। সেখান থেকে ফেরার সময় সড়কের গতিরোধকের উপরে পড়ে যান লতিফা। পড়ে যাবার পরপরই পিছন থেকে আসা ইটবোঝাই একটি ট্রলির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেনী : ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় তার সহকারী আহত হয়েছেন। গত বুধবার রাত ১১টায় মহাসড়কের লেমুয়ার কাজির দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর হাজীপুর এলাকার আজিজুল হকের ছেলে। আর আহত সহকারী মোহাম্মদ শাহীন (২১) ল²ীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন এলাকার শাহ আলমের ছেলে।
দিনাজপুর : দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ভটভটি (ইঞ্জিনচালিত ছোটযান) ও মোটরসাইকেল সংর্ঘষে মিম ইসলাম (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-নিহত মিমের বাবা মোটরসাইকেল চালক গোলাপ শাহ (৪৫) ও তার মা জাকিয়া বেগম (৪০)।
নিহত মিম খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার কাপড় ব্যবসায়ী গোলাপ শাহর বড়ছেলে। সে বাংলা বাজার নুরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকেরহাট থেকে রাণীরবন্দর সড়কে পান ধোয়ার ঘাটে লাইসেন্সবিহীন একটি ভটভটির সঙ্গে ওই মোটরসাইকেলটির সংঘর্ঘ হয়। এতে মোটরসাইকেলের সামনে বসা শিশু মিম মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত মিমের বাবা-মা খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।