পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
আফগানিস্তানে পৃথক ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। রাজধানী কাবুলে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে সরকারি কর্মচারীদের বহনকারী বাসের চার আরোহী নিহত ও আরও নয় জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হামলার এ ঘটনা ঘটেছে বলে সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাবুল পুলিশের মুখপাত্র হতাহতের সংখ্যা নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানাননি। আরেক কর্মকর্তা জানান, বাসটি সরকারি কর্মচারীদের বহন করছিল। আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় তাদের কর্মচারীদের আনা-নেওয়ার জন্য বাসটি ভাড়া করেছিল বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা আব্দুল সামাদ হামিদ। তবে ওই মূহুর্তে কারা নিহত হয়েছেন তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছেন তিনি। ঘটনার পর কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও সরকারি কর্মচারী, সুশিল সমাজের সদস্য ও সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক হত্যাকান্ড অভিযান পরিচালনার জন্য তালেবানকে দায়ী করে আসছে আফগানিস্তান সরকার। অপরদিকে তালেবান এ অভিযানে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। অপরদিকে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য বুধবার রাতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন। দু’টি স‚ত্র রয়টার্সকে জানিয়েছে, কেন্দ্রীয় মাইদান ওয়ারদাক প্রদেশে একটি রকেটের আঘাতে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে কারা ওই রকেট দিয়ে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। কোনো গোষ্ঠী এখনও পযন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কর্তৃপক্ষ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্ত করছে। সেখানে বলা হয়েছে, হেলিকপ্টারে থাকা লোকজন বিশেষ বাহিনীর সদস্য। বিমান বাহিনীর একটি স‚ত্র জানিয়েছে, ওই হেলিকপ্টারটি জরুরি সেবা কাজে নিয়োজিত ছিল। এক সেনার মরদেহ এবং আরও বেশ কয়েকজন সেনা সদস্যকে আহত অবস্থায় অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।