Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে নতুন করে করোনায় আক্রান্ত ৩৪, এ পর্যন্ত মৃত্যু ২৮০ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৫:১২ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে সিলেটে। চলতি বছরের (জানুয়ারি থেকে মার্চ) ৩ মাসের মধ্যে আজ বৃহস্পতিবার সিলেটে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৪৪ জন, মৌলভীবাজারে আরও ১জন। এর আগে গত সোমবার ৩ মাসের সর্বোচ্চ ৩৪ জনের শনাক্ত হয়েছিল করোনা। সেই সাথে ১৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এছাড়া বিভাগের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮০ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২০জন। সেই সাথে করোনা থেকে ১৫ হাজার ৮৬৮জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩ জন ও আইসোলেশনে আরও ৫জন চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদন সূত্রে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সিলেটে ৪৫ জন। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৮টা পর্যন্ত করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬২০জন বিভাগে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে সিলেট ১০ হাজার ৮৯, সুনামগঞ্জে ২ হাজার ৫৬২, হবিগঞ্জে ২ হাজার ১৫ ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৪ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ