গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী মৃত্যুবরণ করায় এ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের ১৫ মার্চ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
এতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬ ফালগুন ১৪২৭/১১ মার্চ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনটি শূন্য হয়েছে ওই দিনে।
উল্লেখ্য, মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েছ করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত। সংবিধান অনুযায়ী, শূন্য আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হয়, আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে। আসন শূন্য হওয়ার পর ভোটের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশনে (ইসি)। ইসির সংষ্টি শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গেজেট আসেনি তাদের কাছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।