Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার জেলার বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রামের মো. সোহেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। সে লক্ষীপুর গ্রামের মৃত জাফর আহম্মদের ছেলে।

জানা যায়, লক্ষীপুর গ্রামের মো. সোহেল হোসেনের মুদাফফরগঞ্জ বাজারে বিকাশসহ ভ্যারাইটিজ দোকান রয়েছে।
দোকানের পেছনে খালেরপাড় তার বসতবাড়ী। মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে দোকান বন্ধ বাড়ি যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা কয়েকজন অজ্ঞাত যুবক সোহেলকে এলোপাতারি দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার চিৎকার শুনে বাড়ি থেকে পরিবারের লোকজন বেড়িয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, রাতে খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ