বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুর কোর্ট স্টেশনে আন্তঃনগর তিস্তা ট্রেনের নিচে চাপা পড়ে হাসি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মৃত হাসি বেগম জামালপুর পৌর এলাকার পাথালিয়া গ্রামের মো. উমির উদ্দিনের স্ত্রী। গতকাল বুধবার বেলা সোয়া ১২টায় এই ঘটনা ঘটে।
মৃত হাসি বেগমের স্বজনরা জানান-বুধবার সকালে পারিবারিক কিছু বিষয় নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটি হয় হাসি বেগমের। এরপর বাড়ি থেকে বের হয়ে পড়েন তিনি। বাড়ি থেকে বের হওয়ার ঘন্টাখানেক পরেই ট্রেনের চাপায় হাসি বেগমের মৃত্যুর খবর পান তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান- কোর্ট স্টেশনে রেল লাইনের উপর অনেকক্ষণ বসে ছিল হাসি বেগম। বেলা সোয়া ১২টার দিকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাবার সময় ট্রেনটি কাছাকাছি আসলে লাইনের উপর শুয়ে পড়ে হাসি বেগম। তখনই ট্রেনের নিচে চাপা পড়ে কয়েক টুকরো হয়ে যায় হাসি বেগমের দেহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।