Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবির সমাজকর্ম বিভাগের সাথে আইআরবির চুক্তি স্বাক্ষরিত

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১০:১৪ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাথে আন্তর্জাতিক এনজিও ইসলামিক রিলিফ বাংলাদেশ'র (আইআরবি) গবেষণা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভাগটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় আইআরবি আগামী পাঁচ বছরের জন্য সমাজকর্ম বিভাগের নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থীদের সেমিনার সিম্পোজিয়াম, কনফারেন্স, ওয়ার্কশপ, ট্রেনিং এবং ইন্টার্নশীপ প্রোগ্রাম এর মাধ্যমে দক্ষতা অর্জনে সহায়তা করবে।

চুক্তি স্বাক্ষরকালে সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং আইআরবি'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ