Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পিক আপের চাকায় ৩০ হাজার ইয়াবা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৩:০০ পিএম

এবার পিকআপের চাকায় পাওয়া গেছে
৩০ হাজার ইয়াবা। এই ঘটনার চট্টগ্রামের পটিয়ায় চালক-হেলপার গ্রেপ্তার হয়েছেন।
র‌্যাব সোমবার রাত ১২টায় উপজেলার ইন্দ্রপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তরকৃতরা হলেন- টেকনাফের কুতুপালং এলাকার বেলালের ছেলে মো. নুরুল আলম (২৬) ও উখিয়ার রাজাপালং ইউপির নুরুল ইসলামের মো. কায়সার উদ্দীন (২০)। এ সময় পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘পিকআপে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান আসছে এমন খবর পেয়ে রাত ১২টায় অভিযানে যায় র‌্যাব। এ সময় একটি পিকআপকে থামার সংকেত দিলে চালক-হেলপার পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে পিকআপের ভেতরে থাকা একটি অতিরিক্ত চাকার ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। #

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ