বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের রাইখালী ইউপি এলাকায় চন্দ্রঘোনা থানা এবং যৌথবাহিনী কর্তৃক সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (১৫ মার্চ) সুই চং মারমা (২৫) কে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বসতবাড়ি তল্লাশী করে ১টি পুরাতন কাঠের বাট যুক্ত এলজি, ১টি সবুজ কার্তুজ, ১টি এন্টেনা ভাংগা ওয়ারলেস, ৩টি বক্স এয়ারগান এর পিলেট, ৬টি মোবাইল, ১টি টর্চলাইট ও ১টি কাঠের বাট যুক্ত ছুরি জব্দ করা হয়েছে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃত আসামী সুই চং মারমা পাহাড়ি সন্ত্রাসী সংগঠনের একজন সক্রিয় কর্মী ও কালেক্টর এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। এই বিষয়ে একটি নিয়মিত অস্ত্র মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।