Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি, উদ্বিগ্ন প্রশাসন ও সচেতন মহল

প্রতিরোধে পর্যটন এলাকায় অভিযান শুরু

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৮:৩২ এএম

কক্সবাজারে আবারো বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিন ধরা পড়ছে নতুন আক্রান্ত রোগি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে কক্সবাজারের প্রশাসন ও সচেতন মহল।

বিশেষ করে, গত এক সপ্তাহে করোনা শনাক্তের হার বিগত কয়েক সপ্তাহের তুলনায় বেশি দেখা গেছে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের রিপোর্ট এমনটাই দেখাচ্ছে।

রোববার (১৪ মার্চ) কক্সবাজার জেলায় মোট ৪৬৫ নমুনা টেস্টে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৫ মার্চ পজিটিভ হয়েছে ১১ জনের। এর আগে ১৩ মার্চ শনাক্ত হয় ১০ জনের। তার আগের দিন ছিল ১২ জন। এভাবে প্রতিদিন বাড়ছে করোনা রোগির সংখ্যা।

পরিসংখ্যান দেখা গেছে, বিগত এক সপ্তাহ আগেও করোনা শনাক্ত ছিল ২-৩ জন। হঠাৎ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সর্বমহলে আতঙ্ক দেখা দিয়েছে। এতে প্রশাসনও নতুন পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে।
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী- আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১০ জন, উখিয়া উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ১ জন এবং রোহিঙ্গা শরণার্থী ৩ জন রয়েছে।

গত ১৩ মার্চও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩৬৫ জনের নমুনা টেস্ট করে ১৪ জনের টেস্ট রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। যা স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, সাম্প্রতিক করোনা সংক্রমণ হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধকল্পে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে সচেতন করতে পর্যটন এলাকা
লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলী পয়েন্টসহ কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নাই। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক মাে. মামুনুর রশীদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ