নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ৭৩ রানে উদ্বোধনী জুটি গড়ার পরও ৪০.২ ওভারে মাত্র ১৯৫ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। জবাবে ডেভিড ওয়ার্নারের শতকে সহজেই ৫ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সেইসাথে সিরিজটাও ৪-১ ব্যবধানে জিতে নিল একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ হওয়া দলটি।
সেই রান তাড়া করতে গিয়ে ২৫ রানেই দুই উইকেট নেই অস্ট্রেলিয়ার। তবে শ্রীলঙ্কান অফ স্পিনার দিলরুয়ান পেরেরার সেই ধাক্কা ডেভিড ওয়ার্নার ও জর্জ বেইলির ব্যাটে ভালোমতই সামলে ওঠে সফরকারীরা। ১৩২ রানের জুটি ভেঙে বেইলি (৪৪) ফিরলেও ক্যারিয়ারের সপ্তক শতক তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ফেরেন ওয়ার্নার (১০৬)।
চোটের কারণে এনি ছিলেন না নিয়মিত অধিনায়ক এঞ্জেলো ম্যাথউস। পাল্লেকেল্লেতে টস জিতে ব্যাট বেছে নেন ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্দিমাল। শুরুতে মনে হচ্ছিল ঠিক সিদ্ধান্তই নিয়েছে স্বাগতিকরা। কিন্তু ১৪তম ওভারে দলীয় ৭৩ রানে দানুশকা গুনাথিলাকা (৩৪) ফিরতেই পাল্টে যায় দৃশ্যপট। ৬ জন ম্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও ইনিংস লম্বা করতে পারেনি কেউই। অস্ট্রেলিয়ার ৬ জন বোলারের সবাই পেয়েছেন উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট নেন মিচেল স্টার্ক।
হোয়াইটওয়াশ এড়াতে লড়ছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরের শেষ ওয়ানডেতেও বিবর্ণ পাকিস্তানের বোলাররা। তবে হোয়াইটওয়াশ এড়াতে মুমূর্ষু ব্যাটিং লাইন-আপ লড়ছে স্বাগতিকদের দেওয়া ৩০২ রানের লক্ষ্য পেরুতে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করেছে আজহার আলীর দল।
কার্ডিফে টস জিতে কালও ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান। ইংলিশরা ব্যাট হাতে বড় কোনো জুটি গড়তে না পারলেও রান করেছেন প্রায় সব ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৮৭ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয়ের ব্যাট থেকে। এছাড়া ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইংিস খেলেন বেন স্টোকস। শেষ পর্যন্ত নির্ধারীত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০২ রান সংগ্রহ কওে ইংলিশরা। হাসান আলী ৬০ রানে ৪টি ও মোহাম্মাদ আমির ৫০ রানে নেন ৩ উইকেট।
জবাবে ২২ রানে শারজিল খানকে হারালেও অধিনায়ক আজহার আলী ও বাবর আজমের ব্যাটে ভালোই এগুচ্ছিল তারা। কিন্তু ১৪তম ওভারে মার্ক উড ফেরান দু’জনকেই। এরপর হাল ধরেন শোয়েব মালিক (২৩*) ও সরফরাজ আহমেদ (৪৩*)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।