Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা উপ-আঞ্চলিক স্কুল-মাদরাসা ক্রীড়া

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : জাতীয় স্কুল মাদরাসা ক্রীড়া সমিতির আয়োজনে খুলনায় উপ-আঞ্চলিক পর্যায়ে ৪৫তম আন্তঃস্কুল মাদরাসাহ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, কাবাডি এবং হ্যান্ডবল ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা পর্যায়ে প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন স্কুল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। আগামী ৭ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা শেষ হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপপরিচালক টিএম জাকির হোসেনের সভাপতিত্বে খুলনা জিলা স্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। এছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর থেকে খুলনায় শুরু হবে গোলাপ অঞ্চলের (খুলনা ও বরিশাল বিভাগ) খেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা উপ-আঞ্চলিক স্কুল-মাদরাসা ক্রীড়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ