নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দুর্দান্ত খেলছে বাংলাদেশের কিশোরীরা। ‘সি’ গ্রুপে ইতোমধ্যে তারা চার ম্যাচের সবগুলোতে জয় তুলে নিয়ে আসরের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। প্রথম দু’ম্যাচে ইরানকে ৩-০ ও সিঙ্গাপুরকে ৫-০ গোলে হারানোর পর বাংলাদেশের কিশোরী দল তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে হারায় ১০-০ গোলে আর চতুর্থ ম্যাচে তারা চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে। লাল-সবুজ কিশোরীদের এমন পারফরমেন্সে দারুণ খুশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তো গতকাল জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন,‘এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে মেয়েরা যেভাবে খেলছে, তাতে প্রমাণ মিলে আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে। আমাদের মেয়েরা যদি এমন খেলা ধরে রাখতে পারে তবে আমি নিশ্চিত একদিন তারা বিশ্বমানে পৌঁছাবে। একটা কথা বলতেই হয়, মেয়েরা যা পারছে ছেলেরা তা করে দেখাতে পারছে না। আমাদের মেয়েরা ১০ গোল দিলে ছেলেরা হজম করছে ৫ গোল। কিন্তু আমি মনে করি এ ধারা অব্যাহত থাকবে না। ছেলেরাও মেয়েদের মতই ভালো ফুটবল খেলে দেশের মুখ উজ্জ্বল করবে ইনশাল্লাহ।’
একই অনুষ্ঠানে দেশের ৪৯০টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি বলেন, ‘দেশের খেলাধুলার উন্নয়নে আমাদের সরকার নিরলস কাজ করে যাচ্ছে। আমরা ৪৯০টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প গ্রহণ করেছি। তৃর্ণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়নে উপজেলা পর্যায়ে একটি করে স্টেডিয়াম নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রথম পর্যায়ে ১৩১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে। পূর্বাচলে আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’ বীরেন শিকদার আরো বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর আমরা দেশের ক্রীড়াস্থাপনাগুলোর সংস্কার ও আধুনিকায়ন করেছি। কক্সবাজারে নির্মাণ করা হয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করেছি আমরা। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা স্টেডিয়ামগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন করা হয়েছে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরিত করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় নতুন নতুন স্টেডিয়াম, সুইমিংপুল, জিমন্যাসিয়াম ও মহিলা কওড়া কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘৩১টি ক্রীড়া ফেডারেশনের তত্ত্বাবধানে ১৬ কোটি টাকা ব্যয়ে এবার প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করেছি। এই কার্যক্রম আমরাই প্রথমবারের মতো করছি। কোচের অভাব দূর করতে দেশে কোচ ইনিস্ট্রিটিউশন করার পরিকল্পনা রয়েছে আমাদের। এছাড়া বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘বঙ্গবন্ধু স্পোর্টস মিউজিয়াম’ নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।