গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : আসন্ন ঈদুল আজহার দিন কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম। এ জন্য রাজশাহী সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে কোরবানির পশু জবেহকরণ করতে অনুরোধ করেছেন। নির্ধারিত স্থানে কোরবানি করতে আগতদের পশু জবেহকরণের জন্য ইমাম, কোরবানির পশু জবাইয়ের পশুর রক্ত, বর্জ্য অপসারণ ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে যাবতীয় অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে কোরবানির দিন বিকাল চারটা হতে রাত এগারোটা পর্যন্ত কঞ্জারভেন্সী বিভাগের পরিচ্ছন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আরও তথ্যসংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করে জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।