Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক প্রদর্শনী শেষে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ৪:৩৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে সফলভাবে অংশগ্রহণ শেষে সোমবার দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ প্রত্যয়।

এসময় কমান্ডার বিএন ফ্লিট এর চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মোস্তফা জিল্লুর রহিম খান জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
জাহাজটি বাংলাদেশে প্রত্যাবর্তন কালে পথিমধ্যে ভারতের মু¤¦াই এবং শ্রীলঙ্কার রাজধানী কল¤ে¦াতে যাত্রা বিরতি করে।
এর আগে ক্যাপ্টেন আহমেদ আমিন আব্দুল্লাহর নেতৃত্বে বানৌজা প্রত্যয় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত ২০-২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
আইএসপিআর জানায়, উক্ত প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এই প্রদর্শনীতে অংশগ্রহণ জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌবাহিনী

১৭ জানুয়ারি, ২০২২
১৩ ডিসেম্বর, ২০২১
২৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ