Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

আইএসপিআর | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সংযুক্ত আরব আমিরাতে সপ্তাহব্যাপী সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছিলেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান। সফরকালে শাহীন ইকবাল ‘ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবেশন-২০২১’ এবং ‘নেভী ডিফেন্স এক্সিবেশন-২০২১’-এ অংশগ্রহণ করেন। গতকাল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নৌ-প্রধানকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে নৌবাহিনী প্রধান ‘ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবেশন-২০২১’ এবং ‘নেভী ডিফেন্স এক্সিবেশন-২০২১’-এ অংশগ্রহণ করেন। পাশাপাশি প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘প্রত্যয়’ পরিদর্শন করেন। আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ এবং সামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। নৌপ্রধানের এ সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে। মহড়ায় অংশ নিতে গত ১৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন নৌবাহিনী প্রধান।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌবাহিনী প্রধান

২৮ ফেব্রুয়ারি, ২০২১
২৫ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ