বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের মীরসরাইতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যন্ত্র ও সংগীত শিল্পীদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ানো কনটেইনারবাহী লরির চালককে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। রোববার রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার আক্কাস আলীর বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার পরৈপাড়া গ্রামে। শনিবার ভোরে মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। চালকসহ আটজনকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ঢাকামুখী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন দুই যন্ত্রশিল্পী পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। আহত হন সঙ্গীতশিল্পী বিউটিসহ আরও ছয়জন। হাইওয়ে পুলিশ জানায়, সোনাপাহাড় এলাকায় বিশ্বরোডের মুখে ইউটার্নে লরিটি মহাসড়কের ঢাকামুখী অংশ অতিক্রম করে চট্টগ্রামমুখী অংশে ঢুকে যায়। এসময় চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।