বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামায়াত নেতা মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় বাদী উপ-কর কমিশনার (কর অঞ্চল-৫ পুরানা পল্টন ঢাকা) মাছুমা খাতুনের জবানবন্দি অব্যাহত রয়েছে।
সোমবার (১৫ মার্চ) সকালে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তিনি দ্বিতীয় দিনের মত তিনি জবানবন্দি প্রদান করেন। তবে এদিন তা শেষ হয়নি। আগামী ১৯ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।
এরআগে এদিন সকাল ৯ টা ৪০ মিনিটে মাওলানা সাঈদীকে কাশিমপুর কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানি শেষে ১১ টা ১০ মিনিটে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
আয়কর ফাঁকির মামলায় মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদী একমাত্র আসামি।
২০১১ সালের ১৯ আগষ্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে মাছুমা খাতুন মামলাটি দায়ের করা হয়। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটি সাঈদীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।