প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার নতুন ভূমিকায় অরিজিৎ সিং। নেটফ্লিক্স-এর ছবি ‘প্যাগ্লেইট’-এ এই প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করছেন তিনি। গায়ক অরিজিৎ সিং একের পর এক হিট গান উপহার দিয়েছেন। এবার নতুন এক ভূমিকায় তাকে দেখা যাবে। তিনি এবার শুধু গান গাইবেন না, গান বাঁধবেনও। নেটফ্লিক্স-এর ছবি ‘প্যাগ্লেইট’-এ তিনি এই প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করছেন।
অরিজিৎ সিং সব সময়ই ধরা-ছোঁয়ার বাইরে। মিডিয়া তার নাগাল খুব একটা বেশি পায় না। অরিজিৎ অনেকবারই জানিয়েছেন তিনি কাজে বিশ্বাসী, ইন্টারভিউ দেওয়াতে নয়। তবে এবার তিনি মিডিয়ার সামনে মুখ খুলেছেন। প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করতে পেরে খুশি অরিজিৎ।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এমন একটা ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবে ডেবিউ করছি যে ছবি আমার খুব কাছের। এই গোটা পৃথিবীকে গান শোনাতে পারি বলে আমি খুবই সম্মানিত বোধ করি। এই ছবিটি একটি মেয়ের আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার গল্প। এমন একটি ছবির অংশ হতে পেরে খুবই গর্ব বোধ করছি।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।