Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অরিজিৎ সিংয়ের কনসার্ট নিয়ে অপ্রীতিকর ঘটনা

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ির আয়োজনে গত বৃহস্পতিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ভারতের কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কনসার্টটি নানা বিতর্কের জন্ম দিয়েছে। কথা ছিল কনসার্টটিতে অরিজিতের পাশাপাশি গাইবেন স্থানীয় কণ্ঠ তারকা এলিটা করিম ও ক্লোজআপ ওয়ান তারকা মাহাদি। তবে অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেক আগে এই দুই সঙ্গীতশিল্পী কনসার্ট থেকে তাদের নাম প্রত্যাহার করে নেয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। সঙ্গীতাঙ্গনেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্যণীয় হয়ে উঠেছে। ক্ষোভ প্রকাশ করে এক ব্যান্ড তারকা বলেছেন, গত কয়েক বছর ধরেই আমাদের দেশের কিছু ইভেন্ট প্রতিষ্ঠান দেশীয় শিল্পীদের হেয় করে বিদেশি, বিশেষ করে ভারতীয় শিল্পীদের প্রাধান্য দিয়ে কনসার্ট আয়োজন করছে। এটা দুঃখজনক। আর্মি স্টেডিয়ামের কনসার্ট নিয়ে যা ঘটেছে, এটিও দুঃখজনক। এ ব্যাপারে এলিটা করিম একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কনসার্টে গাইতে পারলে আমার খুবই ভালো লাগতো। কিন্তু সময়ের অভাবে সেটি হয়নি। তিনি বলেন, একজন শিল্পী অনেক কারণেই কনসার্ট থেকে সরে দাঁড়াতে পারেন। এখানে নেতিবাচক কিছু খুঁজতে যাওয়া ঠিক নয়। অবশ্য এলিটা করিম এ কথা বললেও মাহাদি এ নিয়ে কোনো মন্তব্য না করায় বিষয়টিকে সচেতন শিল্পী মহল সহজভাবে নিতে পারছেন না। তারা মনে করছেন, তারা যদি না-ই গাইবেন তবে আগে থেকে জানানো হলো না কেন? অনুষ্ঠানের আগে নাম প্রত্যাহার করতে হবে কেন? এমন প্রশ্নের ধরন থেকেই বোঝা যায়, বাংলাদেশের শিল্পীদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এদিকে অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও বাধার সম্মুখীন হয়েছেন। প্রতিবেদকদের অনুষ্ঠান শুরুর আধাঘণ্টা আগে পাশ দেয়া হলেও ফটোগ্রাফারদের ঢুকতে বাধা দেয়া হয়। ফলে অনেক সংবাদকর্মী অনুষ্ঠান বয়কট করে চলে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অরিজিৎ সিংয়ের কনসার্ট নিয়ে অপ্রীতিকর ঘটনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ