নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্হাপনায় এবং ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)। রোববার সকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় নারী বিভাগের বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৫-২৪ গোলে জামালপুর স্পোর্টিস একাডেমীকে হারিয়ে শুভসূচনা করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-৮ গোলে এগিয়ে ছিল। দুপুর অনুষ্ঠিত নারী বিভাগের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আনসার ৫২-৪ গোলে হারায় নসরুল হামিদ স্পোর্টস একাডেমীকে। প্রথমার্ধে আনসার ১৯-৩ গোলে এগিয়ে ছিল। একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত পুরুষ বিভাগের একমাত্র ম্যাচে পুলিশ হ্যান্ডবল ক্লাব ৪৩-২১ গোলে চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে বড় জয় দিয়ে আসর শুরু করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৩-১৩ গোলে এগিয়ে ছিল। এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রæপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো: নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সম্পাদক মো: মকবুল হোসেন সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।