প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা-গায়ক ফজলুর রহমান বাবু অভিনয়ের পাশাপাশি নাটক ও টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি নতুন গানেও কণ্ঠ দিচ্ছেন। সম্প্রতি তিনি দুটি নতুন গান গেয়েছেন। গান দুটির একটি হচ্ছে, আরিফ মজুমদারের কথায় ‘ভবের মায়া’। অন্যটি নুরে আলম মামুনের ‘বন্ধু তুমি পর’। গান দুটির সুর ও সঙ্গীত করেছেন মহিদুল হাসান মন ও আলী মুস্তফা। বাবু বলেন, আমি গায়ক নই, অভিনেতা। সময়-সুযোগ পেলে মনের টানে গান করি। শ্রোতারা পছন্দ করলে উৎসাহ পাই। তাদের এই পছন্দই আমাকে গান গাইতে সহায়তা করে। এদিকে ফজলুর রহমান বাবু বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয় করেছেন। তিনি বলেন, সিনেমার কাজ শেষে করে গত ৯ মার্চ ঢাকায় ফিরেছি। আরও কিছু অংশের দৃশ্যধারণ বাকি আছে। মুম্বাইতে শুটিং করতে গিয়ে বুঝেছি, এখনও অনেক কিছু শেখার আছে। সিনেমা নির্মাণ করতে মানুষের কত ঘাম, শ্রম ও মেধা লাগে তা খুব কাছ থেকে দেখেছি। তাছাড়া নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করা অনেক সৌভাগ্যের ব্যাপার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।