Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সিনেমায় প্লেব্যাক করলেন ফজলুর রহমান বাবু

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

নতুন সিমোয় প্লেব্যাক করলেন অভিনেতা ও সঙ্গীতশিল্পী ফজলুর রহমান বাবু। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। গানের শিরোনাম ‘সুখ নাই এই ভুবনজুড়ে’। গানটি লিখেছেন বন্ধন বিশ্বাস। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় ইমন সাহার সুর সঙ্গীতে ফজলুর রহমান বাবু ‘আমার মাথায় যতো চুল, তারচেয়ে বেশি হইলো ভুল’ গানটি গেয়েছিলেন। ২০১৬ সালে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমাতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (পাশর্^ চরিত্র) হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। নতুন প্লেব্যাক করা প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘ইমনের সঙ্গে সম্পর্কটা সত্য দা বেঁচে থাকাকালীন সময় থেকেই, তখনও তার সুরকার হয়ে উঠা হয়নি। যে সম্পর্ককে আত্মার সম্পর্ক কিংবা আত্মীয়র সম্পর্ক বললে ভুল বলা হবেনা। মেয়েটি এখন কোথায় যাবে সিনেমাতে যে গানটি গেয়েছিলাম, ইমন বলেছিল আমি নাকি অনেক আবেগ দিয়ে, দরদ দিয়ে গেয়েছলিাম। এই গানের জন্য গীতিকার হিসেবে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার ভাইও পুরস্কৃত হয়েছিলেন। সেই ইমনের সুরে আবারো প্লে-ব্যাক করেছি চমৎকার সুরের একটি গানে। ইমন সবসময়ই অসাধারণ সুর করে, আমার কণ্ঠ সম্পর্কে তার ধারণা থাকায় সেভাবেই সুর করেছে। গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ ইমন সাহা বলেন, ‘বাবু ভাই আমার অন্যতম প্রিয় একজন অভিনেতা। তার কন্ঠ এক কথায় অনন্য, দুর্লভ কন্ঠ, যে কেউ শুনলেই বুঝবেন এটি বাবু ভাইয়ের কন্ঠ। বাবু ভাইয়ের ভয়েজ রেঞ্জ চিন্তা করেই আমি গানটি করেছি। তিনি গেয়েছেনও চমৎকার।’ এদিকে বাবু ফরিদুল হাসানের ‘বাহানা’ ধারাবাহিকের টাইটেল সং-এ কন্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন অধরা জাহান, সুর করেছেন নাজির মাহমুদ এবং সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গত ১৭ জানুয়ারি বাবু চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তৌকীর আহমেদ’র ‘ফাগুন হাওয়ায়’ সিনেমায় অভিনয়ের জন্য। এর আগে তিনি ‘শঙ্খনাদ’,‘ মেয়েটি এখন কোথায় যাবে’ এবং ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয়ের জন্য একই পুরস্কারে ভূষিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ