মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬০ হাজার ডলার ছাড়িয়েছে। শনিবার বিটকয়েনের দাম হয়েছে ৬১ হাজার ১১৯ ডলার। মাত্র কয়েক সপ্তাহ আগেই ৫০ হাজার ডলার ছাড়িয়েছিল বিটকয়েনের দাম। ২৪ ঘণ্টায় দাম বেড়েছে ৭ দশমিক ৭৪ শতাংশ। ভার্চ্যুয়াল এই মুদ্রাবাজারের সর্বমোট মূল্য এখন ১ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা প্যাকেজ পাসের কারণেই এই রেকর্ড উত্থান বিটকয়েনের। গত বুধবার ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের ওই বিল কংগ্রেসে পাস হয়। গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সির দাম বেড়ে তিন গুণ হয়েছে। গত মাসে বিট কয়েনের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বিবিসি, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।