Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়া থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ১২:০২ এএম

বিলম্ব না করে লিবিয়া থেকে সকল বিদেশি সৈন্য এবং নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করে নেয়ার আহবান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সর্বসম্মতভাবে অনুমোদিত এক ঘোষণায় তারা এ আহবান জানায়। সম্প্রতি ঐকমত্যের একটি নতুন সরকার অনুমোদন করায় লিবিয়ার পার্লামেন্টকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মুয়াম্মার গাদ্দাফির পতনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এক দশকের সংঘাতের পর ডিসেম্বরের নির্বাচনে এ নতুন সরকার তেল সমৃদ্ধ এ দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ অনুমোদিত এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি চুক্তি প‚র্ণাঙ্গভাবে বাস্তবায়নে সকল পক্ষের প্রতি আহবান

জানিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈন্য-প্রত্যাহার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ