মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গৃহপালিত মহিষের জন্মদিন পালন করে বিপাকে পড়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক ব্যক্তি। করোনা মহামারি প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ অমান্য করে অনুষ্ঠান করার দায়ে তার বিরুদ্ধে মামলা করেছে রাজ্যের থানে জেলার পুলিশ। ঘটনা বৃহস্পতিবারের। মহারাষ্ট্রের ডম্বিভালি এলাকার রেটরি বন্ডারে নিজ বাড়িতে গৃহপালিত মহিষের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন কিরণ মহাত্রে নামের এক ব্যক্তি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কোভিড-১৯ বিধি ভেঙে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এমনকি সেখানে উপস্থিত অতিথিরা কেউই মাস্ক পরিধান করেননি এবং সামাজিক দূরত্বও মেনে চলেননি। বিষ্ণুনগর পুলিশ থানার এক কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইপিসি সেকশন ২৬৯ (জীবনের জন্য হুমকি এমন রোগের বিস্তার ছড়ানো) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানিছেন ওই কর্মকর্তা। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।