Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিক মেয়র-সিডিএ চেয়ারম্যানের বৈঠকে মেগা প্রকল্পে সমন্বয়ের তাগিদ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৮:০৫ পিএম

জনদুর্ভোগ লাঘবে মেগা প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের তাগিদ দিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। রোববার নগর ভবনে এক বৈঠকে তারা উভয়ে চলমান প্রকল্প বাস্তবায়নে চসিক-সিডিএসহ সব সংস্থার সাথে সমন্বয়ের অঙ্গীকার করেন।

রেজাউল করিম বলেন, বর্ষার আগেই জরুরী নালা-নর্দমা-খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শুরু করেছে। কিন্তু অপরদিকে সিডিএকেও একই কাজ করতে হচ্ছে। এতে অর্থ অপচয়ের পাশাপাশি দেখা দিচ্ছে ওভারলেপিং। এখানেও সমন্বয় অপরিহার্য।

এম জহিরুল আলম দোভাষ বলেন, নগরীর ৩৬টি খাল পুনরুদ্ধারে সিডিএ কাজ করছে। এরমধ্যে ২২টি পয়েন্ট চিহ্নিত করে প্রকল্প কাজ চলমান রয়েছে। আগামী জুন মাসের আগে সিডিএ খালগুলোর পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ করবে।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহাম্মেদ, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ শাহ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চসিক মেয়র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ