Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পাঁচ মাস ধরে নিখোঁজ এক রহস্য অবশেষে মুগাবে ফিরেছেন

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছরের মার্চ মাস থেকে নিখোঁজ থাকা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আচমকা দেশে ফিরে এসে বললেন, সত্যিই আমি মরে গিয়েছিলাম। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়, গত শনিবার তাকে জিম্বাবুয়ের রাজধানীতে দেখা গেছে। তিনি বলেন, হুম, আমি মরে গিয়েছিলাম। সত্যিই মরে গিয়েছিলাম। কেননা দেশের বাইরে থাকলে আমি আর বস্তুত অস্তিত্ববান থাকি না। তবে দেশে ফিরে আমি পুনরুজ্জীবন পেয়েছি। নিখোঁজ থাকার কয়েক মাস পর দেশে ফিরে এসব মন্তব্য করেন রবার্ট মুগাবে। শনিবার রাজধানীর প্রধান বিমানবন্দরে অবতরণ করেন মুগাবে। নিরাপত্তাকর্মীদের ভিড় ঠেলে তিনি যখন বের হয়ে আসছিলেন তখন তাকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। উল্লেখ্য, সবচেয়ে দীর্ঘ সময় ধরে জিম্বাবুয়ের শাসন ক্ষমতায় রয়েছেন ৯২ বছর বয়সী এই প্রেসিডেন্ট। গত মার্চে এক সফরে ভারতে গিয়েছিলেন তিনি। সেখানে ভারতের ধর্মীয় নেতা শ্রী শ্রী রবি শংকরের দাতব্য সংস্থা আর্ট অব লিভিং আয়োজিত ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভালে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু ৭ হাজার কিলোমিটার যাত্রা করে ভারতে পৌঁছেও মুগাবে অনুষ্ঠানে যোগ দেননি। তার মুখপাত্র জর্জ চারাম্বা সে সময় বলেন, ভারতে অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে তিনি এ সফর বাতিল করেছেন এবং কয়েক দিনের মধ্যেই জিম্বাবুয়ে ফিরে আসছেন। রয়টার্স, নিউজ উইক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচ মাস ধরে নিখোঁজ এক রহস্য অবশেষে মুগাবে ফিরেছেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ