মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার সঙ্কট নিরসনে চুক্তি স্বাক্ষর নিয়ে সংশয়
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে একটি চুক্তিতে উপনীত হতে রাশিয়ার সঙ্গে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তবে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যে মতপার্থক্যগুলো রয়েছে তার সুরাহা করা কঠিন হয়ে পড়বে। তার পরও রাশিয়া ও যুক্তরাষ্ট্র দেশটিতে সহিংসতা বন্ধ ও মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে একটি চুক্তিতে আসতে একত্রে কাজ করে যাচ্ছে। ওবামা রোববার চীনে জি-২০ সম্মেলনের পাশর্^বৈঠকে এসব কথা বলেন। তিনি বলেন সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে। তার পরও আমরা ভাবছি, সিরিয়ার গৃহযুদ্ধের সমাধান কি ভাবে সম্ভব। আমরা এখনও সে পর্যায়ে পৌঁছতে পারিনি, তবে আমি মনে করি আমাদের এগিয়ে যাওয়ার পরিস্কার খোলা রয়েছে। আর যা-ই হোক আমাদের অন্তত কিছুটা হলেও অগ্রগতি সাধনের সুযোগ রয়েছে। সিরিয়ায় আইএস ও অন্যান্য গেরিলা গ্রুপের বিরুদ্ধে যুদ্ধে সামরিক সহযোগিতার বৃদ্ধির ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যে গভীর আলোচনার পর ওবামা এ মন্তব্য করলেন। মস্কো বলেছে, পুনরুদ্ধারকৃত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছানোসহ মার্কিন সহায়তাপুষ্ট গেরিলাদের হাত থেকে বাশার আল আসাদের সরকারকে রক্ষার জন্য একটি চুক্তিতে উপনীত হওয়া জরুরি। জটিলতা যতোই থাক, দু’পক্ষের আলোচনাকারীরা এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী।
যুক্তরাষ্ট্র সিরিয়া যুদ্ধে রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় কারণ, রাশিয়া সিরিয়া যুদ্ধে অনেক উন্নত কৌশল ব্যবহার করছে। তাই রাশিয়ার সহযোগিতা পেলে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ আরও সফল হবে বলে ওয়াশিংটন মনে করে। কিন্তু সমস্যা একটি যায়গায় থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে, রাশিয়া শুধু আইএস ও আল-কায়েদার ওপর হামলা চালাক। কিন্তু রাশিয়া প্রেসিডেন্ট বাশারের পক্ষ নিয়ে সেখানে যুদ্ধ করছে, আর বাশার বিরোধী অন্য গেরিলাদের সহায়তা করছে যুক্তরাষ্ট্র। চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে এটাই বড় বাধা হয়ে দেখা দেবে বলে মনে করা হচ্ছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।