নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদ্য সমাপ্ত নির্বাচনে ভোটার ও ভোট সংখ্যার মধ্যে অসামঞ্জস্য রয়েছে অভিযোগ করেছেন পরিচালক প্রার্থী ও মোহামেডানের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান। তাই তিনি পুনরায় ভোট গণনার দাবী জানিয়েছেন। নির্বাচনের ৫ দিন পর ১১ মার্চ প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছারের কাছে লিখিতভাবে এই দাবী জানান মোস্তাক। গত ৬ মার্চ শেষ হয় মোহামেডানের নির্বাচন। বৈধ ২৩২ ভোটের মাধ্যমে নির্বাচিত হন ১৬ জন পরিচালক। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে ৩ ভোটে হেরে যান মোস্তাকুর রহমান। তবে ভোট গণনায় অসামঞ্জস্যতা আছে বলে পুনরায় ভোট গণনার দাবিতে আপিল করেন মোস্তাকুর রহমান। আপিলে তিনি উল্লেখ করেন, ৬ মার্চ নির্বাচনে ২৩৯ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ৭টি ব্যালট বাতিল হয়েছে। বৈধ ভোট ২৩২টি। ভোটারদের জন্য ১৬ পদে ভোট প্রদান ছিল বাধ্যতামূলক। সে হিসেবে মোট ভোটের সংখ্যা ৩৭১২টি। কিন্তু নির্বাচন কমিশন ঘোষিত ভোট ৩৭০৮টি। এখানে ৪ডঁ ভোট কম আছে। তাহলে ওই চার ভোট কোথায় গেল? মোস্তাকের দাবি, ওই ৪ ভোট তার প্রাপ্ত ভোট থেকে কম গণনা করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনারের কাছ থেকে কোন সাড়া না পেলে আজ কালের মধ্যে সংবাদ সম্মেলন করবেন বলেও জানান মোস্তাকুর রহমান। নির্বাচনে ১৬ পরিচালক পদের বিপরীতে ২০ জন প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন। মোস্তাকুর রহমান পেয়েছেন ১৪১ ভোট। আর ১৫ ও ১৬ নং জয়ী পরিচালক দু’জনেই পেয়েছেন ১৪৪টি করে ভোট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।