মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেয়েদের জিন্স প্যান্ট ও স্কার্ট পরা নিষিদ্ধ করেছে ভারতের উত্তর-প্রদেশের একটি গ্রামের পঞ্চায়েত কমিটি। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামটির ছেলেরা এখন থেকে হাফ প্যান্ট এবং মেয়েরা স্কার্ট ও জিন্স পরতে পারবে না। রাজ্যের মুজাফফরনগর জেলার পিপালশাহ গ্রামের ক্ষত্রিয় পঞ্চায়েত এমন সিদ্ধান্ত জানিয়েছে। তারা জানিয়েছে, গ্রামের তরুণ-যুবকরা এখন থেকে আর হাফ প্যান্ট এবং শর্টস পরতে পারবে না। আর মেয়েরা স্কার্ট এবং জিন্স পরতে পারবে না। আর কেউ যদি এই নিয়ম অমান্য করে তবে তাকে সামাজিকভাবে বর্জন করা হবে বলে জানিয়েছে পঞ্চায়েত। এক ডজনের বেশি গ্রামের ক্ষত্রিয় সম্প্রদায়ের সদস্যরা পঞ্চায়েতের ওই বৈঠক যোগ দেন। এই পঞ্চায়েতের সভাপতিত্ব করা ঠাকুর পুরান সিং বলেছেন, যখন ঐতিহ্য এবং সংস্কৃতি ধ্বংস করা হয়, তখন সমাজও ধ্বংস হয়ে যায়। তিনি বলেন, কোনও সংস্কৃতি ধ্বংস করার জন্য বন্দুকের দরকার নেই। একটি ঐতিহ্য থেকে বিচ্যুতি ঘটলে সংস্কৃতি নিজেই ধ্বংস হয়ে যাবে। আজ থেকে কোনও যুবক বা পুরুষকে হাফ প্যান্ট বা শর্টস পরতে পারবে না। কেউ যদি পঞ্চায়েতের আদেশ অমান্য করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। প্রথম কলকাতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।