মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিজেদের নৌ শক্তি বাড়াতে আরও একটি বিমানবাহী রণতরী বানাচ্ছে চীন। দেশটির সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রণতরীটি ‘পরমাণু শক্তি চালিত’ হতে পারে।
চীনা নৌবাহিনীর ঘনিষ্ঠ একজন ব্যক্তির বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চতুর্থ বিমানবাহী রণতরী তৈরির মধ্য দিয়ে ‘গুরুত্বপূর্ণ অর্জনের ব্যাপারে’ আগ্রহী জাহাজ নির্মাতারা। ওই সূত্রটি জানায়, এটা জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
আরেকটি সূত্র সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন, নিজেদের ‘চতুর্থ রণতরী পরমাণু শক্তি চালিত’ করার প্রস্তাব খতিয়ে দেখছে চীনের কর্মকর্তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা সে বিষয়ে ওই ব্যক্তি কিছু জানাননি। তবে ‘এটা চ্যালেঞ্জে ভরা একটি সাহসী সিদ্ধান্ত’ হবে বলে জানান তিনি।
চীন অবশ্য এই চতুর্থ রণতরী তৈরির কাছ দুই বছর আগেই শুরু করেছিল। তবে দুই বছর ধরে স্থগিত থাকার পর চলতি বছর আবারও এর নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই চীনের দুটি বিমানবাহী রণতরী তাদের কার্যক্রম চালাচ্ছে। তৃতীয়টিও এ বছর কার্যক্রম শুরু করবে। তবে এগুলো কোনটাই পরমাণু শক্তি চালিত নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।