Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলভসদের উড়িয়ে সিরিজ ইমার্জিং দলের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে দুইশর নিচে গুটিয়ে দিলেন সুমন খান, মুকিদুল ইসলামরা। মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে অনায়াসেই বাকিটা সারল বাংলাদেশ ইমার্জিং দল। চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ড ‘এ’ দলকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। গতকাল শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের উঠতিরা জিতেছে ৮ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই তারা জিতে নিয়েছে ৩-০ তে।
টস গেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নেমে ৮০ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ ইমার্জিং দলের মাহমুদুল। হৃদয় খেলেন অপরাজিত ৮৮ রানের ইনিংস। দুইজনের ১৭৬ রানের অবিছিন্ন জুটিতে বাংলাদেশ আইরিশদের ১৮২ পেরিয়ে যায় ৫১ বল বাকি থাকতে। তবে সফরকারীদের অল্পতে থামিয়ে দেওয়ার ম‚ল কারিগর সুমন। ডানহাতি এই পেসার ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন মুকিদুল, রাকিবুল হাসান, সাইফ হাসান। আগামীকাল একই মাঠে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামে কোভিড আক্রান্তের খবরে ভেস্তে যায় প্রথম ওয়ানডেটি।
আয়ারল্যান্ড উলভস : ৪৬.২ ওভারে ১৮২ (ললোর ১৬, ডোহেনি ১১, অ্যাডায়ার ৪০, টাকার ২৪, প্রিটোরিয়াস ৩৫, হিউম ২৯*; মুকিদুল ২/২৯, সুমন ৪/৩১, রকিবুল ২/৩৬, শামীম ০/১৪, হৃদয় ০/১০)। বাংলাদেশ ইমার্জিং : ৪১.৩ ওভারে ১৮৬/২ (তানজিদ ২, মাহমুদুল ৮০*, ইয়াসির ২, হৃদয় ৮৮*; চেইস ২/২৯, হোয়াইট ০/৪০, প্রিটোরিয়াস ০/১২, ডেলানি ০/৩৮, টেক্টর ০/২৯)। ফল : বাংলাদেশ ইমার্জিং দল ৮ উইকেটে জয়ী। সিরিজ : ৫ ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল ৩-০তে এগিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ