নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক হকি প্রতিযোগিতা-২০২১ বিএন ডকইয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামের বানৌজা ঈসাখান আঞ্চলিক ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।
আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী দিনে বানৌজা ঈসাখান ও কমখুল দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বানৌজা ঈসাখান দল কমখুল দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বানৌজা ঈসাখান দলের লেঃ মামুনুর রশিদ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।