Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কচুয়ার সাচার-দূর্গাপুর দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ৩:১৬ পিএম

চাঁদপুরের কচুয়ার সাচার-হাতিরবন্দ-দূর্গাপুর দৃষ্টিনন্দন প্রায় ৩কি.মি. কাঁচা সড়কের পাকাকরণের কাজ শেষের পথে রয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এ সড়কের কাজ শেষ হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বইছে। বিশেষ করে রাস্তাটি পাকাকরণ হওয়ায় এ এলাকার ৩০ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয়েছে।

জানা গেছে, কচুয়া এলজিইডি অধিদপ্তরের বাস্তবায়নে ও জিসিপি/৩ এর প্রকল্পের আওতায় সাচার বাজার-দূর্গাপুর বাজার পর্যন্ত সড়ক ২০২০-২০২১ অর্থবছরে ২ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে বরাদ্দ দেয়া হয়। ওই কাজের বরাদ্দ পান মতলব উত্তরের আলী আক্কাছ কনস্ট্রাকশন ঠিকাদার আব্দুল বাতেন এবং কাজের সার্বিক পরিচালনা করেন কচুয়ার পাথৈর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জুয়েল।

ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জুয়েল বলেন, এ রাস্তাটি নির্মাণ এ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। রাস্তাটি নির্মাণে ব্যাপক প্রতিবন্ধীকতা থাকায় অনেকটা চ্যালেঞ্জ হিসেবে আমরা কাজটি গ্রহন করি। পূর্বে এ রাস্তা নির্মান করতে এসে অনেক ঠিকাদার কাজ রেখে চলে যায়। ডোবা ও পাশে খাল থাকায় কেউ কাজ করতে সাহস পাইনি।
স্থানীয় ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন মোল্লা,সোলেমান মিয়া,মেহেদী হাসানসহ আরো অনেকে জানান, সাচার-দূর্গাপুর সড়কটি পাকাকরণ হওয়ায় এলাকাবাসীর চলাচলে সুবিধা বেড়েছে। এ সড়ক দিয়ে সহজেই প্রায় ৩০ গ্রামের হাজার হাজার মানুষ বিকল্প সড়ক হিসেবে সহজেই যাতায়াত করছে। ফলে ঢাকা,কুমিল্লা,গৌরিপুরগামী সাধারন মানুষের সময় ও অর্থ বেচেঁ যাওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে জনসাধারন। স্থানীয়রা আরো জানান, এর আগে প্রায় ৮ বছর পূর্বে জনৈক আলী আশ্রাফ নামের এক ঠিকাদার কাজ পেয়ে রাস্তা প্রশস্ত না থাকায় এবং রাস্তার দু’পাশে গভীর খাল থাকায় ইটাবালিসহ কাজ পেলে চলে যান। দীর্ঘ কয়েক বছর হাজার হাজার মানুষ ভোগান্তিতে থাকার পর অবশেষে রাস্তাটি পাকাকরণ হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে।

কচুয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ কামাল হোসেন বলেন, রাস্তাটি নির্মাণ কাজ প্রায় শেষের পথে। রাস্তার দু’পাশের টু-ওয়াল সিসি বøকের কাজ সম্পন্ন হলেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ