Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই নাম হওয়ার অপরাধে !

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:৪৫ পিএম

তার অপরাধ একই নাম হওয়া। তিনি একজন দিনমজুর। পুলিশ একজনের বদলে আরেকজনকে ৪মাস জেল খাটিয়েছে। ঘটনাটি যশোরের বেনাপোল দীঘিরপাড়ের।

বেনাপোলের দীঘিরপাড় গ্রামের আশরাফ আলী নামে একজনের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বেনাপোলের পোর্ট থানার এসআই মাসুম চৌকিদারকে নিয়ে ওই গ্রামে গিয়ে দিনমজুর আশষরাফ আলী মিন্টুকে আটক করেন ২০২০ সালের ১৬ নভেম্বর। আটকেবর সময় দিনমজুরের পরিবার এবং দিনমজুর নিজে বারবার বলেছেন আমি সেই আশরাফ নই। রআমার নামে কোন মামলা নেই। তারপরেও তাকে আটক করে জেলে পাঠানো হয়।

দিনমজুর কারাগারে গিয়ে বহুবার একই কথা বলেছেন। কিন্তু কেউ কর্ণপাত করেননি। অবশেষে ৪ মাস জেল খাটার পর বৃহস্পতিবার লিগ্যাল এইড কমিটির সচিব কারাগার পরিদর্শনে গেলে দিনমজুরের বিষয়টি অবহিত হয়ে ব্যবস্থা নেন।

বøাস্টের যশোর কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর বলেন, আদালত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আসামি পরীক্ষা করে আশরাফ আলী মিন্টুকে অব্যাহতি দেন।' তিনি আরো বলেন, পিতার নাম ও নামের প্রথম অংশ একই হওয়ায় পুলিশ তাকে আটক করেছিল। পুলিশ একটু সতর্ক হলে ও যাচাই করলে একজন নিরপরাধ মানুষকে চার মাস জেল খাটতে হতো না। এটা পুলিশের দায়িত্বে অবহেলা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপরাধ

২০ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৪ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ