বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বৃহস্পতিবার সন্ধ্যার পর বসুরহাটে গুজব ছড়িয়ে পড়ে পৌর মেয়র আবদুল কাদের মির্জা গ্রেপ্তার হচ্ছেন। তার বিরুদ্ধে দায়ের করা হচ্ছে আলাউদ্দিন হত্যা মামলা। এই উত্তেজনার মধ্যে জানা গেল তার বিরুদ্ধে হত্যা মামলাটি নেয়নি পুলিশ।
এর আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের বিবদমান আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপের সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা চালক আলাউদ্দিন হত্যার অভিযোগে মেয়র কাদের মির্জাকে প্রধান আসামি করে নিহতের ভাই মামলা দিলেও তা নেয়নি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিএনজিচালক আলা উদ্দিনের ভাই এমদাদ হোসেন বাদী হয়ে এই এজাহার দায়ের করেন।
এ মামলায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জাকে ১ নম্বর আসামি তার ভাই সাহাদত হোসেন এবং ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়।
এদিকে স্থানীয়রা জানান, বসুরহাট পৌরসভা ভবনের সামনেও ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন রাত ১২টার দিকে জানান, মামলা রেকর্ড হয়নি। এজাহারে সমস্যা আছে। ওনাকে বলা হয়েছে। পরে উনি ঠিক করে আনবেন বলেছেন।
বাদী আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন রাতে ফোনে জানান, এ বিষয়ে শুক্রবার আপনাদের জানানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।