Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিনিশার হতে চান শামীম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

হাত আছে পর্যাপ্ত স্ট্রোক। অসামান্য ব্যাট ঘোরানোর গতি আর দুর্দান্ত রিফ্লেক্স দিয়ে এরমধ্যেই নজর কেড়ে নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। যুব বিশ্বকাপ জয়ী দলের এই অলরাউন্ডার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সব শেষ দুই ওয়ানডেতেই ঝড় তুলে শেষ করেছেন খেলা। এই ভ‚মিকাতেই সীমিত সংস্করণে আলো ছড়ানোর স্বপ্ন তার।

বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দ্বিতীয় ওয়ানডেতে ২৬৪ রান তাড়ায় ছয় নম্বরে নেমেছিলেন তিনি। দল ছিল বিপদে, ছিল ঝড় তুলে খেলা শেষ করার চাহিদা। ৩৯ বলে ৫৩ করে সেটা মিটিয়েছেন দারুণভাবে। তৃতীয় ম্যাচেও এলো একই পরিস্থিতি। এবার ২৬১ রান তাড়ায় একই পজিশনে নেমে খেলেন ২৫ বলে ৪৪ রান। ২৭ বল আগেই শেষ করে দেন খেলা। আজকের চতুর্থ ওয়ানডের আগে গতকাল মিরপুরে অনুশীলন সেরে জানালেন, ছয় নম্বর পজিশনকে ঘিরেই তার একাগ্র পরিকল্পনা, ‘ব্যাটিংয়ে আমার পজিশন নাম্বার সিক্স। আমি চাই যে, ফিনিশ করতে যেভাবেই হোক আর দলকে এগিয়ে নিতে। এটাই আমার লক্ষ্য থাকে।’
দেশের বাইরে এবিডি ভিলিয়ার্স আর বিরাট কোহলিকে আদর্শ মানা শামীম বাঁহাতে ব্যাট করেন। বল হাতে আবার ডানহাতি অফ স্পিনার। সেখানেও রাখেন কার্যকর ভ‚মিকা। তবে একটা জায়গায় এখনি তিনি জাতীয় দলের অনেকের চেয়েই এগিয়ে। মাঠের যেকোনো জায়গায় দুর্দান্ত এক ফিল্ডারের নাম শামীম। অন‚র্ধ্ব-১৯ বিশ্বকাপে সেই ঝলক দেখিয়েছিলেন। সিনিয়রদের সঙ্গে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও তা করে দেখান। ফিল্ডিংয়ে ছোটবেলা থেকেই এই তরুণ অনুসরণ করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডসকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শামীম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ