গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর দক্ষিণখানে শ্যালকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন দুলাভাই হানিফ (২৬)। এই ঘটনায় শ্যালক জুয়েলকে (২৫) আটক করেছে পুলিশ। গতকাল বিকেল তিনটার দিকে দক্ষিণখান আশকোনার উচ্চারটেক এলাকার একটি টিনশেড বাড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত হানিফ বরগুনার বামনা উপজেলার বাসিন্দা। তিনি স্ত্রীসহ দক্ষিণখান এলাকায় টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন।
দক্ষিণখান থানার ওসি সিকদার মো. শামীম হোসেন জানান, শ্যালক ও দুলাভাই পৃথক রুমে একই বাসায় ভাড়া থাকতো। তাদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক ধারালো অস্ত্র দিয়ে দুলাভাইয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে বাসার লোকজন হানিফকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই শ্যালক জুয়েলকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ও শ্যালক দুই জনই এয়ারপোর্টে ক্লিনারের কাজ করতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।