Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারও স্থগিত শতবর্ষী জব্বারের বলী খেলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

করোনা পরিস্থিতি এখনো উন্নতি না হওয়ায় এবং জনসমাগম ঝুঁকিপূর্ণ থাকায় এবারও ঐতিহ্যবাহী ১১২তম আবদুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা স্থগিত করেছে মেলা কমিটি। বৃটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের বদরপাতির ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এ বলী খেলার প্রচলন করেন। প্রতিবছর লালদীঘি মাঠে এ বলী খেলা এবং খেলার আগে ও পরে মিলিয়ে তিন দিনের বৈশাখী মেলা অনুষ্ঠিত হতো। এটা চট্টগ্রামের মানুষের প্রাণের মেলা। গত বছরও করোনার কারণে ১১১তম জব্বারের বলী খেলা ও মেলা স্থগিত করা হয়েছিল। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আবদুল জব্বারের বলী খেলা ও মেলা কমিটি দ্বিতীয়বারের মত বলী খেলা ও মেলা স্থগিতের ঘোষণা করেন। এ সময় মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, সহ-সভাপতি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, বলীখেলা ও মেলা কমিটির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর এম এ মালেকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জব্বারের-বলী-খেলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ