Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ছুটছেন নাদাল

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : কব্জির চোট উইলম্বডন খেলতে দেয়নি। এ কারণেই হয়তো বছরের শেষ গ্রান্ড সøামে নতুন উদ্যোমে রাফায়েল নাদাল। ইউএস ওপেনে এখন পর্যন্ত একটি সেটও হারেননি। পরশু তৃতীয় রাইন্ডে রাশিয়ার কুজনেতসভকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারান ১৪টি গ্রান্ড সøামের মালিক এই স্প্যানিশ তারকা। নাম্বর ওয়ান নোভাক জোকোভিচকে অবশ্য জয়ের জন্য কোর্টে বেশি সময় লড়তে হয়নি। প্রথম সেটও তখন শেষ হয়নি, ৪-২ ব্যবধানে এগিয়ে জোকার। তখনই চোটের কারণে অবসর নেন রাশিয়ার মিখাইল ইউঝনি। ফলে লড়াই শেষ হওয়ার আগেই শেষ ষোল নিশ্চিত হয় ১২টি গ্রান্ড সøামের মালিকের। দ্বতীয় রাউন্ডেও ওয়াকওভার পেয়েছিলেন সুইস তারকা। শেষ ষোল নিশ্চিত হয়েছে আর্জেন্টাইন তারকা জো উইলফ্রেড সোঙ্গারও। দক্ষিণ আফ্রিকান কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৭ (৭) ৬ (৪) গেমে হারান সোঙ্গা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুটছেন নাদাল

৪ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ