Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে অনলাইন ডেটিংয়ের মাধ্যমে ধর্ষণ বাড়ছে

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যে অনলাইন ডেটিং অ্যাপ বা ওয়েবসাইটে পরিচিত হয়েছেন, এমন কারো দ্বারা ধর্ষিত হওয়ার অভিযোগ গত ৫ বছরে ছয়গুণ বেড়ে গেছে। দেশটির জাতীয় অপরাধ সংস্থার হিসাবে, ২০১৪ সালে এ ধরনের ১৮৪টি অভিযোগ পাওয়া গেছে। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৩৩টি। পরিসংখ্যানে দেখা যায়, শতকরা ৮৫ ভাগ ধর্ষণের অভিযোগই এসেছে মেয়েদের কাছ থেকে। অভিযোগকারীদের ৪২ শতাংশের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে এবং ২৪ শতাংশের বয়স ৪০ থেকে ৪৯ বছর। সংস্থাটি বলছে, অনেক ঘটনাই হয়তো অভিযোগ করা হচ্ছে না। তারা ধর্ষণের শিকার হলে অভিযোগ জানানোর জন্য উৎসাহ দিচ্ছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে অনলাইন ডেটিংয়ের মাধ্যমে ধর্ষণ বাড়ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ