Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান-তালেবান শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে প্রস্তুত তুরস্ক

আরো দুই মাস সাময়িক ছাঁটাই বন্ধের ঘোষণা আঙ্কারার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

কভিড-১৯ মহামারীর মধ্যে কর্মীদের সুরক্ষায় গৃহীত কর্মস‚চির মেয়াদ বাড়িয়েছে তুরস্ক। চলমান পরিস্থিতি বিবেচনায় এক ডিক্রিতে ১৭ মার্চ থেকে পরবর্তী দুই মাস সাময়িক ছাঁটাই নিষিদ্ধের ঘোষণা দেয়া হয়েছে। এক টুইটে তুরস্কের পরিবার, শ্রম ও সেবাবিষয়ক মন্ত্রী জেহরা সেলচুক জানান, পরিস্থিতি স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার মধ্যে কর্মীদের জীবিকা সুরক্ষার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। আরো দুই মাস কর্মীরা সরকারের নগদ অর্থসহায়তা পাবে এবং এ সময়ের মধ্যে তাদের ছাঁটাই করা যাবে না। অপরদিকে, আফগানিস্তান ও তালেবানদের মধ্যকার শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে প্রস্তুত তুরস্ক। মঙ্গলবার আঙ্কারায় দেশটির ক্ষমতাসীন দল একে পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী বোর্ডের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন দলটির মুখপাত্র ওমর সেলিক। তিনি বলেন, আফগানিস্তান অত্র অঞ্চলে তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ একটি দেশ। তাই তালেবানদের সঙ্গে তাদের সব ধরনের শান্তি প্রক্রিয়ার আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত আঙ্কারা। রবিবার কাতারে আফগানিস্তান সরকারের প্রতিনিধি নাদের নাদেরি তালেবানদের সঙ্গে আলোচনায় বলেছিলেন যে, মার্কিন রাষ্ট্রদূতের দ্বারা প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে তার সরকার মূল্যায়ন করছে। এটি যুদ্ধের অবসান এবং আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার প্রস্তাব। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের লেখা একটি চিঠি আফগান গণমাধ্যম টোলোনিউজে প্রকাশিত হয়েছিল। সেখানে আফগান সরকার ও তালেবানদের মধ্যকার চলমান শান্তিচুক্তির পরবর্তী ধাপের আলোচনা আয়োজন করতে তুরস্ককে প্রস্তাব দেয়া হবে বলে উল্লেখ করা হয়। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বরাবর লেখা ওই চিঠিতে এ প্রস্তাবের কথা বলা হয়েছে। পাশাপাশি কাবুল ও তালেবানদের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়া সম্পর্কে ওয়াশিংটনের সাধারণ কৌশলের রুপরেখাও প্রকাশ করা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন যে, আসন্ন সপ্তাহে শান্তি প্রক্রিয়াটিকে চূড়ান্ত করার জন্য অনুষ্ঠিত হতে যাওয়া আফগান-তালেবানদের পরবর্তী ধাপের আলোচনার আয়োজন করতে তুরস্ক সরকারকে প্রস্তাব দিবে যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছর কাতারের রাজধানী দোহায় প্রথমবারের মতো শান্তি চুক্তির আলোচনায় বসে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিরা। যেটিকে সমর্থন দেয় তুরস্কসহ বিশ্বের অধিকাংশ দেশ। আনাদোলু, ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ