Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গাড়ি চাপায় নিহত বাদী

যোগীরাজ্যে গণধর্ষণের মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভারতের যোগীরাজ্য উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মামলা করেন ওই কিশোরীর বাবা। মামলা করার দুদিন পরই গাড়িচাপায় নিহত হন তিনি। তিন ধর্ষকের মধ্যে প্রধান আসামির নাম গোলু যাদব। তার বাবা উত্তরপ্রদেশের কান্নুজ জেলার একটি থানায় এসআই হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলা করার পর থেকেই ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিল গোলু যাদব ও তার পরিবার। গণধর্ষণের শিকার কিশোরীটির দাদা অভিযোগ করে বলেন, আমার ছেলেকে আসামিরা গাড়িচাপা দিয়ে হত্যা করেছে। মঙ্গলবার চা খেতে বাইরে গেলে রাস্তায় একটি ট্রাক মামলার বাদী কিশোরীর বাবাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর পরিবারের অন্য সদস্যরাও মামলার পর হত্যার হুমকি পাওয়ার কথা পুলিশকে জানান। স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ