Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ গোলে জয় ইরানের

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশশিপের বাছাই পর্বে ‘সি’ গ্রæপে সর্বোচ্চ গোলের জয় তুলে নিয়েছে ইরান। গতকাল সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ইরানীরা ১১-০ গোলে হারায় সিঙ্গাপুরকে। এ ম্যাচের আগে গ্রæপে সর্বোচ্চ গোলের জয়ের কৃতিত্বটা ছিল স্বাগতিক বাংলাদেশের। গত বুধবার লাল-সবুজরা ১০-০ গোলে হারিয়েছিল কিরগিজস্তানকে। কাল ম্যাচের শুরু থেকে সিঙ্গাপুরকে চেপে ধরে ইরান। ফলে তারা একের পর এক গোল পায়। ইরানের পক্ষে ফাতেমেহ মাখদৌমি হ্যাটট্রিক সহ চারটি, ফাতেমেহ ঘাসেমি ও মিডফিল্ডার নাসাব দু’টি করে এবং ডিফেন্ডার খোদা পারাস্তি, ফরোয়ার্ড মরিয়ম মোহম্মদি ও ফরোয়ার্ড ফাতেমেহ দায়নিয়া একটি করে গোল করেন।
একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ৩-২ গোলে হারায় কিরগিজস্তানকে। টুর্নামেন্টে এটিই ছিল আমিরাতের প্রথম জয়। অন্যদিকে কিরগিজদের চতুর্থ হার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সর্বোচ্চ গোলে জয় ইরানের

৪ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ