Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দু’গ্রুপে সংঘর্ষ, পুলিশ বাদী হয়ে মামলা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ৫:৪৫ পিএম

কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী মামলা দায়ের করেছে। তবে পুলিশ আসামিদের নাম ঠিকানা জানাতে অপারগতা প্রকাশ করেন।

বুধবার (১০ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, বুধবার সকালের দিকে ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে, সংঘর্ষের পর দ্রæত অভিযান চালিয়ে মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলায় অভিযান চালিয়ে ২৮জনকে আটক করা হয়। আটকদের মধ্যে কে কোন গ্রæপের সমর্থক তা জানা যায়নি।

ওসি মীর জাহেদুল হক বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ