Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর সাপাহারে মোটরসাইকেল ছিনতাই চালক সহ আহত-২

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ৪:৫৪ পিএম

নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর-খন্জনপুর পাকা সড়কের মাইপুর ব্রিজের নিকট থেকে চালকের হাত পা বেঁধে রেখে দুর্বৃত্তের দল একটি মোটর সাইকেল ছিনিয়ে গেছে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার কোচকুড়লিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন অর-রশিদ (৩৭) মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় মাইপুর ব্রিজের নিকট পৌঁছলে ৮/১০ জনের একটি ছিনতাইকারীর দল তাদের গতিরোধ করে। এ সময় দুবৃত্তরা মোটরসাইকেল চালকের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে হারুন অর-রশিদ ও একই গ্রামের সাইফুল ইসলাম রয়েল (৪৩) মাটিতে লুটিয়ে পরে।
এসময় ছিনতাইকারীরা আহতদের পড়নের শার্ট খুলে তাদের হাত বেঁধে ফেলে রেখে নওগাঁ-হ-১৪-০৭৪৩ নম্বরের বাজাজ ডিসকভার ১২৫ সিসি কালো লাল রং এর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

প্রায় এক ঘন্টা পর একে অপরের প্রচেষ্টায় তারা হাতের বাঁধন মুক্ত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে রাত ৯টায় সাপাহার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।
আহত হারুন অর-রশিদ ৩নং গোয়ালা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম রয়েল ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ