Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনের অগ্রিম টিকিট ৫ দিন আগে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০০ এএম

আগামী ৫ এপ্রিল থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে ৫ দিন আগে ইস্যু করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল বুধবার রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বালা হয়েছে, টিকিট ফেরত প্রদানের সমসসীমা ও ফেরত টিকিটের ওপর সার্ভিস চার্জ কর্তনের বিশষটিও পুর্ননির্ধারণ করা হয়েছে যা আগামী ৫ এপ্রিল থেকে কর্যকর হবে।
চার্জ কর্তনের নতুন হার হলো, ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা পূর্বে সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে টিকিটের পূর্ণ মূল্য ফেরত দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে সার্ভিস চার্জ হিসেবে এসি শ্রেণি টিকিটে ৪০ টাকা, প্রথম শ্রেণিতে ৩০ টাকা, অন্যান্য ২৫ টাকা চার্জ হারে বাদ দিয়ে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
এছাড়া, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টার কম সময় বাকি থাকা অবস্থায় টিকেট ফেরত দিতে চাইলে ২৫ শতাংশ টাকা কেটে রেখে বাকি টাকা ফেরত দেওয়া হবে, ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার কম সময় বাকি থাকা অবস্থা ও ১২ ঘণ্টার বেশি সময় বাকি থাকা অবস্থায় মধ্যে টিকিট ফেরত দিতে হলে ৫০ শতাংশ টাকা কেটে নিয়ে বাকি টাকা দেওয়া হবে।
ট্রেন ছাড়ার ১২ ঘণ্টার কম সময়ে এবং ছয় ঘণ্টার বেশি সময়ের মধ্যে টিকেট ফেরত দেওয়া হলে ৭৫ শতাংশ টাকা কাটা হবে। ৬ ঘণ্টা পর কোন টিকিট ফেরত যোগ্য হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ