Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা কাপ নারী হকি শুরু ১৪ মার্চ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ৮:২৫ পিএম

দেশে প্রথমবারের টার্ফে গড়াচ্ছে স্বাধীনতা কাপ নারী হকি টুর্নামেন্ট। ১৪ মার্চ থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টের খেলা। এ আসরে ১৩টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ পর্বের খেলা চলবে ২১ মার্চ পর্যন্ত। দলগুলো হলো- ‘ক’ গ্রুপ ঝিনাইদাহ, জয়পুরহাট ও ঠাকুরগাঁও, ‘খ’ গ্রুপ নড়াইল, চট্টগ্রাম ও যশোর, ‘গ’ গ্রুপ রাজশাহী, রংপুর ও দিনাজপুর এবং ‘ঘ’ গ্রুপ বিকেএসপি, কিশোরগঞ্জ, কক্সবাজার ও ময়মনসিংহ।।

গ্রুপ পর্ব শেষে ২৩ মার্চ দু’টি সেমিফাইনাল এবং ২৪ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল ৬০ হাজার, রানার্স আপ দল ৪০ হাজার, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ১০ হাজার টাকা করে প্রাইজমানি পাবেন। বিকেএসপি এবারই প্রথম অংশ নিবে। চলতি বছর নতুন করে মহিলা দল গঠন করেছে তারা। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ