Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবাই ভূমিকা রাখলে সন্ত্রাসবাদ চিরতরে নির্মূল করা সম্ভব -রাঙ্গা

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশ ও জাতির আলোকিত জ্ঞানী-গুণীজন স্ব স্ব কর্মক্ষেত্রে সরকারের সহায়ক ভূমিকা রাখলে জঙ্গি ও সন্ত্রাসবাদ চিরতরে নির্মূল করা সম্ভব। গতকাল রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশ ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা এস এম মোশারফ হোসেন মিলন-এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী নাজমা মতিন, সোসাইটির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপু, শামীম শিকদার ও মনির হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সমগ্র জাতি যেভাবে ফুঁসে ওঠেছে, এ গণজাগরণকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল রাষ্ট্রে পরিণত করতে হবে। এ কর্মযজ্ঞ সফল করতে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা রাখা অপরিহার্য। তিনি মেধা বিকাশ সোসাইটির শিক্ষা ও সমাজ সংস্কারসহ বিভিন্ন কল্যাণকর কর্মসূচির প্রশংসা করে সংগঠনটিকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। পরে প্রতিমন্ত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৮জন গুণী মানুষ এবং জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীর হাতে সম্মান সূচক ক্রেস্ট তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সবাই ভূমিকা রাখলে সন্ত্রাসবাদ চিরতরে নির্মূল করা সম্ভব -রাঙ্গা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ